বাগমারার বিদ্যুতের তারে ঝুলিয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় আজ বুধবার দুপুরে বৈদ্যুতিক মেইন তারের সাথে ঝুলিয়ে বাবুল হোসেন ওরফে (বাবু) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মরার পর বেশ কিছু সময় তারের সাথে ঝুলিয়ে থেকে তার লাশ মাটিতে পড়ে যায়। নিহত বাবুল হোসেন উপজেলার নরদাশ ইউনিয়নের পারিলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল হোসেন দুপুর দু’টার দিকে ছাগলকে পাতা খাওয়াতে বাড়ির পাশে একটি মেহগুনি গাছে উঠে। গাছের ডাল কাটা হলে পাতায়ালা ডালটি পাশ দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন তারে বেঁধে যায়। এতে ডালটি সরাতে হাতে থাকা হাসুয়া দিয়ে টান দেয়। হাসুয়া তারের লাগার সংস্পর্শের সংগে সংগে বিদ্যুৎ আকর্ষনে বাবুল তারে ঝুলিয়ে পড়ে। কিছুক্ষণ তারে থাকার পরে তার লাশ মাটিতে পড়ে যায়। এই ঘটনায় গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা (আইসি) রফিকুল ইসলাম বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় বাগমারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
এদিকে নিহত বাবুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.