বাগমারা প্রতিনিধি: বাগমারা বাসুপাড়া ইউনিয়নের বালানগর-নন্দনপুর সড়ক একটি পারিবারিক দ্ব›েদ্ব গত শুক্রবার হতে পুরা রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে করে দীর্ঘ দিনের চলাচলের এলাকার ৮/১০টি গ্রামের লোক যাতায়ত বন্ধ হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন স্থানীদের সাথে বয়স্ক শিক্ষার্থীরা।
জরুরী ভাবে অবরুদ্ধ সড়কটির ব্যবস্থা নিতে স্থানীয়র প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামকে অবিহিত করলে তিনি শীঘ্রই প্রয়োজনী ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের অন্যতম স্থান নন্দনপুর (চিকাবাড়ি) বাজার। এখানে একটি দাখিল মাদ্রাসা, বয়স্ক মক্তব ও একটি কারিগরি কলেজ রয়েছে। প্রতিদিন নন্দনপুর-বালানগর ব্যস্ততম রাস্তায় লোক চলাচলসহ শিক্ষার্থীর চলাচলে মুখর থাকে। কিন্তু হঠাৎ করে ওই রাস্তার শেষ প্রান্তে নন্দনপুর সীমানায় স্থানীয় জনৈক ইয়াদালি নামে এক লোকের সাথে পারিবারি কোন্দলে একই গ্রামের আসাদ আলীর গোলযোগ সৃষ্টি হয়। উভয়ের মধ্যে বাক বিতন্ডায় শুক্রবার আসাদের ছেলে মামুন, কামাল হোসেন, আসাদ ও তার সহযোগী আলম পাইক, শহিদ আমজাদ হোসেনসহ ১০/১২ জন লাঠি, হাসুয়া, ফালা নিয়ে হাজির হয়। এক পর্যায় তার ওই লোকর যাতায়াত বন্ধ করতে গিয়ে পুরা সড়ক বাঁশ-খাম ও সুতি জাল দিয়ে বেড়ায় বন্ধ করে। বেড়া দেয়ার পর কোন লোকদের ওই সড়কে যাতায়াত করতে দেয়া হবে না বলে ছাপ জানিয়ে দেয়। এতে করে ওই সড়ক বন্ধ হয়ে পড়েছে।
বিষয়টি বাগমারা থানায় এলাকাবাসীর পক্ষে ভুক্তভোগী ইয়াদালি নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন।
শনিবার (২৬ এপ্রিল) বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছেন। বিষয়টি দুঃখজনক বলে জানিয়েছেন থানার এসআই খলিলুর রহমান।
নন্দনপুর বাজারের ব্যবসায়ী আকরাম হোসেন, আমজাদ হোসেন, স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, বালানগর, শ্যামপুর মোহম্মাদপুর, গোপালপুর, বান্দাইখাড়াসহ ৮/১০টি গ্রামের লোকজন ওই সড়ক দিয়ে দীর্ঘ দিন ধরে যাতায়ত করে। সড়কটি বন্ধ করে দেয়ায় বালানগর, শ্যামপুর, মোহম্মাদপুরসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে আসতে না পেরে বিপাকে পড়েছেন।
শনিবার চিকাবাড়ি হাটের দিন ছিল। ওই সড়কে লোক যাতায়াত করতে না পেরে ৫ কিলোমিটার দুর দিয়ে অনেকে গোপালপুর হয়ে ওই হাটে যেতে হয়েছে।
বিষয়টি শুক্রবার শনিবার হবার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্থানীয়রা অভিযোগ করতে পারেননি।
তবে স্থানীয়দের দুর্ভোগ দেখে এ প্রতিবেদক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামকে বিষয়টি অবহিত করলে তিনি দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.