বাগমারার জেল হত্যা দিবসে আ’লীগের একাংশের শোক সমাবেশ

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় তৃনমূল আ’লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ আলুহাটায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা।

সভায় বাগমারা আসন থেকে মনোনয়ন প্রত্যাশি ৪ জন প্রার্থী উপস্থিত ছিলেন। তারা হলেন, আ’লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ উপকমিটির সদস্য পিএম সফিকুল ইসলাম, জেলা আ’লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, তাহেরপুর পৌর মেয়র ও পৌর আ’লীগের সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা আ’লীগের সহসভাপতি এ্যাড ইব্রাহীম হোসেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শোক সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আ’লীগের শ্রম বিষিয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান ও আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা বিরেন্দ্রনাথ সরকার, জেলা পরিষদের সদস্য আবু জাফর মাষ্টার, তাহেরপুর পৌর আ’লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার, যোগীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, মৎসজীবীলীগের জেলা শাখার সভাপতি আবুল কালাম, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাব্কে সাধারন সম্পাদক এসএম মামুনুর রশিদ, নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.