বাগমারায় সুবিধা না পেয়ে ইউএনও’র অপসারনের দাবীতে মানববন্ধন


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় তাহেরপুর কলেজের প্রতি বিমাতাসূলভ আচরণের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহেরপুর পৌরসভার প্রশাসক মাহবুবুল ইসলামের অপসারনের দাবীতে এলাকার সচেতন মানুষ, ব্যবসায়ী ও তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষের ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।
তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মাহবুবুল ইসলাম। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজ গেটের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। ।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার তাহেরপুর পৌরসভার সরকারের আওতায় ভিপি সম্পত্তি গুলো পৌরসভার উন্নয়নের পৌরসভার পক্ষ থেকে মার্কেট নির্মানের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে মাসিক চুক্তিতে ভাড়া দেয়া হয়। সেই মোতাবেক পৌরসভা কর্তৃপক্ষ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া আদায় করে থাকেন।
গত ২০২৪ সালে ৫ আগষ্ট সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই জাতীয়তাবাদী বিএনপির লোকজন মার্কেটটির ভাড়া বন্ধ করে অবৈধ ভাবে দখলের চেষ্টা করে। তাতেই বাধ সাধেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পৌর প্রশাসক মাহবুবুল ইসলাম।
তিনি বিএনপির লোকজনকে মার্কেটটি দখলে বাঁধা দিলে তারা লীজ নেয়ার জন্য আবেদন করেন। এর আগে গত ২২ এপ্রিল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম ওই ৪১টি মার্কেট পৌরসভা ভোগ করবে বলে অঙ্গিকার দিয়েছিলেন। তার পরও বিষয়টি পুনরায় দখল নিতে পোপগন্ডা ছড়াচ্ছেন।
এদিকে কলেজের চাইতে পৌরসভাটি জনসাধারনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় হওয়ায় উপজেল নির্বাহী কর্মকতা ও পৌরসভার প্রশাসক মাহবুল ইসলাম কলেজ কর্তৃপক্ষকে মার্কেটটি লীজ না দিয়ে পৌরসভাকে লীজ দেন। পৌরসভার লীজটি মেনে নিতে পারেননি কলেজের পক্ষে স্থানীয় বিএনপি’র এক নেতা ও তার বোন।
তিনি কলেজ কর্তৃপক্ষ, ব্যবসায়ী ও এলাকার সচেতন মানুষকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য পৌরসভার প্রশাসক ও ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
তাহেরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মতলেবুর রহমান ও সহকারি প্রকৌশলী হাসান জানান, পৌরসভার জায়গায় পৌরসভার অর্থায়নে মার্কেট নির্মাণ করে ব্যবসায়ীদের ভাড়া দেওয়া হয়। এতে কলেজ কর্তৃপক্ষ স্থানীয়দের উপর ভর করে হুমকি দিয়ে জোর করে ভাড়া আদায় শুরু করায় এই জটিলতার সৃষ্টি হয়েছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম বলেন, উপজেলার তাহেরপুর পৌসভায় সরকারের আয়াত্বে প্রচুর পরিমান ভিপি সম্পত্তি রয়েছে। সরকারী নীতিমানুসারে জনসেবার জন্য তাহেরপুর পৌরসভা ও কলেজের নামে পুকুর গুলো লীজ দেয়া হয়েছে। মার্কেটটির ভাড়া থেকে পৌরসভা কর্মচারী ও এলাকার অসহায়, দুঃস্থ মানুষদের সহযোগীতার জন্য পৌরসভার নামে লীজ দেয়া হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ নিজেদের স্বার্থসিদ্ধীর জন্য পৌরসভার লীজ বাতিল করে কলেজের নামে নিতে আবেদন করেন। যেহেতু কলেজ স্বয়ংসম্পূর্ণ হওয়ায় লীজটি তাদের না দিয়ে পৌরসভার নামে দেয়া হয়। এখানে কলেজ বা কারোই সাথে বিমাতাসূলভ আচরণ করা হয়নি বলে জানান তিনি।
এব্যাপারে যোগাযোগ করা হলে তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দায়ীত্ব প্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম শান্তি বলেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন। পরে তিনি মানববন্ধনের ব্যানার দেখার জন্য সাংবাদিক জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.