বাগমারা প্রতিনিধি: রাজশাহীর-৪ (বাগমারা) আসনের জামায়াতে মনোনীত প্রার্থী আলহাজ ডা: আব্দুল বারী সরদার এর সাথে বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা সদর ভবনীগঞ্জ প্রেসক্লাবে উপজেলা জামায়াতের সেক্রেটারী অহিদুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার মোঃ আঃ আহাদ কবিরাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর ও জামায়াতের রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ ডা: আব্দুল বারী সরদার।
উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক অহিদুল ইসলামের সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর আশরাফুল ইসলাম আসিক, সেক্রেটারী রফিকুল ইসলাম প্রমূখ।
মতবিনিময় সভায় সংসদ সদস্য প্রার্থী ডাঃ আব্দুল বারী আসন্ন সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার দাবী করেন। এতে পরিচ্ছন্ন ও উন্নত বাগমারা গড়ার জন্য জমায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা এবং সকল বৈষম্য ও হানাহানির অবসান ঘটিয়ে ন্যায় ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.