বাগমারায় সাংবাদিকদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদের শুভেচ্ছা

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাগমারা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ কার্ড ও শুভেচ্ছা বার্তা সাংবাদিকদের মাঝে রোববার (৩০ মার্চ) বিকেলে বাগমারা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য সচিব বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক অধ্যাপক কামাল হোসেন পৌঁছিয়ে দিয়েছেন।
কামাল হোসেন আগামী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি’র দেশ পরিচালনার ক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেন।
এ ছাড়াও আগামী সংসদ নির্বাচন কেমন হবে তা নিয়েও সাংবাদিকদের সাথে আলোচনা করেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ঈদ কার্ড ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়ার সময় উপজেলা তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাষ্টার আব্দুল গাফফার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.