বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় কোটি টাকার সরকারী পাকা রাস্তা ঘেঁষে অবৈধ ভাবে তিন ফসলী জমিতে পুকুর খনন চলছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মুনজুর রহমান।
তিনি গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামের লালু মিয়ার ছেলে।
এ ঘটনায় সরকারী রাস্তা নষ্ট ও তিন ফসলী জমিতে পুকুর খনন বন্ধের জন্য একই এলাকার তেলিপুকুর গ্রামের আসাদুল ইসলাম নামের এক সচেতন ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামের মুনজুর রহমান রাতের আধাঁরে প্রশাসনকে ফাঁকি দিয়ে সরকারী রাস্তা ঘেষে তিন ফসলী জমিতে পুকুর খনন করছে। পুকুর খননের কারণে এক দিকে যেমন রাস্তা ভেঙ্গে পুকুরে যাচ্ছে, অন্যদিকে কাঁকড়া দিয়ে পুকুরের মাটি বহন করে পাকা রাস্তার ক্ষতি করছে।
এলাকাবাসীর অভিযোগ, তিন ফসলী জমিতে পুকুর খনন করে ফসলী জমির পরিমান কমিয়ে দিচ্ছে, অপর দিকে সরকারের কোটি টাকার রাস্তা মাটি বহনকারী কাঁকড়া দিয়ে সড়ক ধ্বংশ করছেন। তারা অবিলম্বে অবৈধ পুকুর খনন বন্ধ করে সরকারী কোটি টাকার রাস্তা রক্ষার জন্য জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, অল্প সময়ের মধ্যেই অবৈধ পুকুর খননকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অবৈধ ভাবে পুকুর খননের কোন সুযোগ নেই বলে তিনি জানিয়েছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.