বাগমারায় শিক্ষার্থীদের ট্যাব বিতরণ


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের সরকারি মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণীর অধ্যায়নরত প্রথম ৩ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ সোমবার সকাল ১০ টায় ট্যাব বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, পরিসংখ্যান কর্মকর্তা ফরহাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি প্রমূখ। আলোচনা শেষে উপজেলার ৭৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫৬ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.