বাগমারায় মা দিবস পালিত

বাগমারা প্রতিনিধি: বিশ্ব মা দিবসে সব মায়েদের জন্য অফুরান্ত শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে রাজশাহীর বাগমারায় মা দিবস পালিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হাসান আলী মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক, গাইনী কনসালটেন্ট ডাঃ আশরাফুল ইসলাম মমী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, স্বাস্থ্য সহকারী ও মমতাময়ী মা মমতাজ বেগম, ইতি খানম প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ মা ও প্রসূতিসহ সাধারণরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাস্তবায়নে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ ৪র্থ দিন মা ও শিশুর খাদ্য পুষ্টি বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথি বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আশরাফুল ইসলাম পিন্টু।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.