বাগমারায় ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদর ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুৃল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভোটগ্রহন কর্মকর্তাদের দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ।
এসময় তিনি বলেন, সামান্য কোন কিছুর বিনিময়ে আপনারা দায়িত্ব পালন থেকে সরে আসবেন না। অনেক প্রিজাইডিং কর্মকর্তা প্রার্থীদের দ্বারা প্রভাবিত হয়ে অসৎ উদ্দেশ্যের কারণে জেল খেটেছে। আপনারাও আপনাদের পরিবার পরিজনের কথা ভাববেন। সরকারি দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা কল্যাণ চৌধুরী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কে এইচ এম এরশাদ প্রমূখ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবীব, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানাসহ ভোট গ্রহন কর্মকর্তাবৃন্দ।
এবারে বাগমারায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহন কর্মকর্তাদের ৩দিন ব্যাপি প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রথম দিন বৃহস্পতিবার প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ। এছাড়া শুক্রবার ও শনিবার পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.