বাগমারায় ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের ইন্তেকাল

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদার (৫৯) হৃদযন্ত্রেক্রিয়া বন্ধ হয়ে শনিবার (৩ মে) রাত দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আব্দুস সাত্তারের জানাযা শনিবার দুপুর ২টায় নিজ বাসভবন উপজেলার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর গ্রামে অনুষ্ঠিত হয়। এদিকে মরহুমের জানাযায় এলাকার বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতি ছিল।
জানাযার পূর্বে মরহুমের স্মৃতিচারণে জীবনি তুলে ধরে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আসকান আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারমান ও উপজেলা বিএনপি’র আহবায়ক ডিএম জিয়াউর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রন্জু প্র্রমুখ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার ১৯৯৬ সাল থেকে ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তার আচার আচরণ, সৎ ও যোগ্যতার ভিত্তিতে গত ২৪ সালে সাবেক প্রদান মন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা একত্রিত গত বছর ২২ আগস্ট কলেজ পরিচালনার জন্য অধ্যাপক আব্দুস সাত্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়ীত্ব দেন। তার উপর অর্পিত দায়ীত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করেন।
তার এমন মৃত্যু কলেজ কর্তৃপক্ষ মেনে নিতে পারছেন না। চলতি বছরের অক্টোবরে তিনি তার কর্মস্থল থেকে অবসরে যাবেন বলে জানা গেছে। তার মৃত্যুতে কলেজের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে। জানাযার পূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মরহুমের একমাত্র ছেলে সাইম হোসেন সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.