BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগমারায় বেড়েছে ছিনতাই ও চুরির আতংক

বাগমারায় বেড়েছে ছিনতাই ও চুরির আতংক

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ছিচকে চোর ও ছিনতাইকারীদের উপদ্রুপ বেড়েছে। চুরির ঘটনা ও ছিনতাইকারিদের উপদ্রুপে স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। গতকয়েক দিন ধরে উপজেলার তাহেরপুর-ভবানীগঞ্জ সড়কে শিবজাইট এলাকার তিন রাস্তার মোড় থেকে তালতলি সড়কে ভোর রাতে ও সন্ধ্যা রাতে চাকু- হাসিয়া নিয়ে একদল দুর্বৃত্ত পথচারীদের পথ রোধ করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে সর্বস্বান্ত করছে।

এ কবলে বেশী ভাগ ব্যবসায়ী ও দূরপথযাত্রীরা বেশী পড়ছেন। চোরের উপদ্রুপ ও চুরির প্রতিরোধ ব্যবস্থা না হওয়ায় জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। হরহামেশা ছিনতাই ও চুরি ঘটনায় স্থানীয় প্রশাসনের কোন নজরদারি না থাকায় দুস্কৃতিকারীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

আজ সোমবার তাহেরপুর হাটের দিনে শিবজাইট বাজারে নিকটে তিন রাস্তার মোড়ে উপজেলার দামনাশ এলাকার আব্দুল মালেক নামে এক গুড় ব্যবসায়ী তাহেরপুর বাজারে যাবারকালে কয়েকজন সন্ত্রাসী রাস্তা রোধ করে চাকু-চাপাতি হাতে নিয়ে ভয় দেখিয়ে তার কাছের সমদয় টাকা ছিনিয়ে নেয়।

এ সময় তিনি ভয়ে চিৎকারকরতে পারেননি। এমনই সময় অপর এক পথচারীর ১৫ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ছিনতাইকারীদের ভয়ভীতিতে কোন কোলাহল না করে তারা সামনে সিবজাইট বাজারে গিয়ে হাউ-মাউ করে কাঁদা শুরু করে। পাশের গ্রামের ভবানীগঞ্জ পৌর সভার যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, আমার বাড়ির সামনের ঘটনা নিয়ে আমি বিব্রত।

এ সব ঘটনা কয়েক দিন ধরে এখানে ঘটছে। এর ৩/৪ দিন আগে ওই মাদ্রাসার সামনে পথরোধ করে দুর্বৃত্তরা একই কায়দায় পথচারীর টাকা পয়সা ছিনিয়ে নেয়। বর্তমানে ভবানীগঞ্জ-তাহেরপুর রোডে ছিনতায় বাড়ায় ওই সড়কে যাতায়াত করতে ভয় পাচ্ছেন পথচারীরা। এটা কারা করছে। নির্বাচনের আগে এই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে কোন এক মহল আতংক সৃষ্টি করছে বলে তিনি দাবি করেন। বিষয়টি তিনি প্রশাসনের নজরে দিবেন বলে জানান।

এদিকে একই ভাবে এলাকায় ছিচকে চোরের উপদ্রুপ বেড়ে গেছে। গত কয়েক দিন ধরে উপজেলার বালানগর মোড় ও ভবানীগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় ছিচকে চোর ভ্যান, ব্যাটারী, দোকানের টেলিভিশনসহ মালামাল চুরি করছে। এসব ছিচকে চুরের সাথে জড়িত অধিকাংশরাই মাদকাসক্ত। এদেরকে হাতে নাতে ধরলেও বিপাকে পড়তে হচ্ছে। ধরার পর উৎসক জনতা দু’একটি কিল-ঘুষি মারতে মাটিতে লুটিয়ে পড়ছে। মাটিতে পড়ে গিয়ে মরার ভান করছে।

এমনই এক ঘটানা সোমবার সকাল ৮টার দিকে বাগমারা ডিগ্রী কলেজের সামনে ঘটে। কলেজার সামনে হতে সিএনজির ব্যাটারী চুরির সময় হাতে নাতে ধরে চানপাড়া গ্রামের নিশাখোর ধলু (৫৬) স্থানীয়রা। ব্যাটারী খুলে ভ্যানে উঠাতেই ঘিরে ধরে মারপিট শুরু করার সাথে সাথে মাটিতে পড়ে কাঁপতে থাকে। দিশামিশা না পেয়ে তাকে ছেড়ে দেয় তারা।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলামের সাথে যোগাযোগ করা হলে তিনি একটি টেনিংয়ে যাওয়ায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে ডিউটি অফিসার এসআই শাহীন বলেন, পুলিশ সক্রিয় রয়েছে। এসব বিষয়ে কোন অভিযোগ পাননি তারা। তবে ওই সব বিষয় ওসি স্যারকে জানিয়ে পুলিশি তৎপরতা বাড়িয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?