বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা কৃষি অফিসের উদ্যোগে প্রান্তিক চাষিদের মাঝে খরিপ-২ রোপা আমন মৌসুমের জন্য বিনামূল্যে সার, বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ৪৫০ জনের মধ্যে এসব প্রণোদনা বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক। কৃষি স¤প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেনের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ৪৫০ জন চাষিদের মধ্যে পাঁচ কেজি করে উপশী আমন ধানবীজ, ১০ কেজি করে এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার দেওয়া হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.