বাগমারায় বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বিদেশ পাঠানোর প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ভাল বেতনে চাকরী পাইয়ে দেওয়ার নামে চার লক্ষ টাকা নিয়ে চাকুরীর ভিসা না দিয়ে ভ্রমণ ভিসা দিয়ে তাকে দুবাই পাঠায়ে প্রতারণা করেছেন বলে দাবি করেছেন উপজেলার গণিপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল মানিকের ছেলে সাগর আহম্মেদ।
টাকা ফেরত পেতে বিভিন্ন দপ্তরে অভিযোগ ও মামলা করলে প্রতারণার মামলা থেকে বাঁচতে উল্টো তাকেই (সাগর আহম্মেদ) আদম ব্যাপারী আখ্যায়িত করে তার বিরুদ্ধে ভাড়াটিয়া লোক দ্বারা হয়রানীমূলক মামলা দিয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
শনিবার বিকালে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাগর আহম্মেদ দাবি করেন, ঢাকায় পিবিআই অফিসে কর্মরত এএসআই সাদ্দাম হোসেন বাগমারার গণিপুর গ্রামের সানাউল্লার ছেলে।
উভয়ে একই গ্রামের বাসিন্দা ও বাগমারা পাইলট স্কুলে পড়ালেখা করেছেন। এসআই সাদ্দাম হোসেন ঢাকায় চাকুরি করেন অনেক বড় লেভেলে তার জানাশোনা। বন্ধুর (সাগর) বেকারত্বের সুযোগ নিয়ে মানিকগঞ্জের জনৈক এক এমপির মাধ্যমে তাকে দুবাই পাঠিয়ে কর্মসংস্থান ব্যবস্থার কথা জানায় সাদ্দাম হোসেন।
পরবর্তিতে সকল প্রক্রিয়ার মধ্যমে চার লক্ষ টাকা নিয়ে দুবাই ‘নিদাহাদি প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস’ কোম্পানিতে ভাল বেতনে চাকরী দেয়ার নামে বিদেশ পাঠানোর ব্যবস্থা নেয়। কিন্তু সে কিন্তু সে প্রতারণা করে চাকুরীর ভিসা না দিয়ে দুই মাসের ভ্রমণ ভিসা দিয়ে তাকে দুবাই পাঠায়। আমি সেখানে মাত্র পাঁচ মাস থাকার পর দেশে ফিরতে বাধ্য হয়েছি। বিদেশে প্রতারণার বিষয় বার বার তাকে তাগিদ দিয়ে কোন লাভ হয়নি।
বাধ্য হয়ে গত ২২.১০.২৪ তারিখে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে এএসআই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। যার মামলা নং ৯৭০ সি/২০২৪ (বাগমার)। কিন্তু সে একজন পুলিশ বিভাগের এএসআই হওয়ায় তার বিরুদ্ধে মামলা মামলা করার পর থেকেই সে মামলা তুলে নেয়ার জন্য আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন চাপ সৃষ্টি করে আসছে। মামলা তুলে না নিলে ছুটিতে এসে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগী সাগর আহম্মেদ।
এছাড়া এএসআই সাদ্দাম হোসেন প্রতারণার মামলা থেকে বাঁচতে উল্টো তাকেই আদম ব্যাপারী আখ্যায়িত করে তার বিরুদ্ধে ভাড়াটিয়া লোক দ্বারা হয়রানীমূলক মামলা দিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.