বাগমারা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর বাগমারায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। এ সময় নেতৃবৃন্দ শারদীয় দূর্গা উৎসবে সার্বিক নিরাপত্তা সহ সুষ্ঠ ভাবে পূজা পরিচালনার খোঁজখবর নেন।
বুধবার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফারাবী এবং সাবেক এমপি অধ্যাপক আব্দুল গফুর দিন ব্যাপী উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় তারা বিভিন্ন বাজার, রাস্তার মোড় গণসংযোগসহ পথসভা করেছেন। পথে বীরকুৎসা স্কুল মাঠে ফুটবল খেলার মাঠে উপস্থিত হযে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এছাড়া উপজেলার উনসিবাড়ি পূজামন্ডপ, ঝাড়গ্রাম পূজামন্ডব, বীরকুৎসা পূজামন্ডপ, তাহেরপুর পূজামন্ডপ ভবানীগঞ্জ পূজামন্ডবসহ আউচপাড়া, শুভডাঙ্গা, বিহানালী, গোবিন্দপাড়াসহ বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে মন্দিরে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন।
এ সময় তাদের সফর সঙ্গী ছিলেন, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোনাক্কা, মাড়িয়া ইউনিয়ন মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক শসাহাদৎ হোসেন, বিএনপি নেতা রিপন, মকছেদ আলী, ফজলুর রহমান, সালাউদ্দিনআকরাম হোসেন সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে একই ভাবে গত কয়েক দিন ধরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক বাগমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক ডি.এম জিয়াউর রহমান জিয়া, জাতীয়তাবাদী দল বাগমারা উপজেলা শাখার সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন ও রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল হক টুটুল দলের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন দূর্গা পূজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.