বাগমারায় বিএনপির মনোনয়ন চান অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা

বাগমারা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন অবসরপ্রাপ্ত দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। তারা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম বাবু ও মেজর (অবঃ) আবদুল্লাহ আল ফারাবী।

জানা গেছে, রাজশাহী-৪ (বাগমারা) আসনটিও ২০০৮ সাল থেকে সৃষ্টি হয়। আগে মোহনপুর ও বাগমারাকে নিয়ে ছিল রাজশাহী-৩ আসন। তবে ২০০৮ সালের নির্বাচনে কেবল বাগমারা উপজেলা নিয়েই একটি বাগমারা-৪ আসন করা হয়েছে। এ আসনে রয়েছে ১৬টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা। এই আসনে এক সময়ে প্রায়ত মন্ত্রী সরদার আমজাদকে টপকিয়ে ৮০ দশকে এমপি হয়েছিলেন প্রয়াত নেতা আফজাল হোসেন। আবার ১৯৯১ সালে জাতীয় পার্টি থেকে এ আসনটিতে এমপি নির্বাচিত হয়েছিলেন সাবেক মন্ত্রী প্রয়াত সরদার আমজাদ হোসেন।
১৫ ফেব্রুয়ারী ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে রাজশাহী-৩ (বাগমারা-মোহনপুর) আসন থেকে অধ্যাপক আব্দুল গফুর সংসদ সদস্য নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। একবার নির্বাচিত হলেও পরের বার ২০০৮ সালে দলীয় আভ্যন্তরিন দলীয় কোন্দলেও সম্মানজনক ভোটে পরাজিত হন।
পরবর্তিতে সাবেক আ’লীগ নেতা আ’লীগের সমর্থন ও মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি’র ঘাটি হিসেবে দলের নেতাকর্মীদের পাশ কাটিয়ে ১৯৯৬ বিএনপি’র মনোনয়ন নিয়ে সংসদ নির্বাচিত হন সাবেক আমলা আবু হেনা। এ আসনে ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত আবু হেনা এমপি ছিলেন।
২০০৪ সালে বাগমারায় জঙ্গি উৎথানে বাগমারার বিএনপিকে জড়িয়ে অপব্যাখ্যায় তিনি বহিস্কার হন। তবে পরবর্তীতে তিনি আবারো দলে ভিড়ে নির্বাচনে আওয়ামী লীগের পাতানো ভোটে এনামুল হকের নিকট পরাজিত হন।
এনামুল হক তিনবার এমপি ছিলেন। ২০২৪-এ আওয়ামী লীগ প্রার্থী পরিবর্তন করে আবুল কালাম আজাদকে মনোনয়ন দেয়। তিনি এমপি নির্বাচিত হন। এনামুল ও আবুল কালাম বিভিন্ন মামলার আসামি হিসাবে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
এবার এ আসনটিতে বিএনপির মনোনয়ন প্রতাশীদের মধ্যে রয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম বাবু বাগমারা উপজেলার বাগমারা গ্রামের প্রয়াত নুরুল ইসলাম মাস্টারের সন্তান। সেনাবাহিনীতে কমরত অবস্থায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন।
তাছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গৃহশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন। এর আগে ২০১৮ সালেও তিনি বিএনপির মনোনয়ন চেয়েছিলেন।
মনোনয়ন প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি জাতির প্রয়োজনে জীবন উৎসর্গ করেছি সেনাবাহিনীতে। এখন রাজনৈতিকভাবে দেশ ও জনগণের পাশে থাকতে চাই। বাগমারা অঞ্চলের উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি জীবনভর কাজ করতে চাই। বিএনপির আদর্শই আমার প্রেরণা। দল যদি দায়িত্ব দেয়, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রয়াসে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কাজ করব।’’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.