BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগমারায় বিএনপির নির্বাচনী জনসভা

বাগমারায় বিএনপির নির্বাচনী জনসভা

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হামিরকুৎসা উচ্চ বিদ্যালয় মাঠে বাগমারা উপজেলা বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু করে।

সভায় হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দীন শাহের সভাপতিত্বে ও তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ.ন.ম সামসুর রহমান মিন্টুর সঞ্চালনায সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও বাঘা-চারঘাট আসনের ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ।

অনুষ্ঠিত সভায় বিশেষ বক্তা ছিলেন, রাজশাহী- ৪ বাগমারা আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবং উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম মার্সাল, জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার, বিএনপি নেতা সরদার সানিয়াত হোসেন শুভ, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এ্যাড. শামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক ভবানীগঞ্জ পৌর বিএনপি আব্দুল মালেক প্রমুখ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আহ্বায়ক রাজশাহী জেলা যুবদলের মাসুদুর রহমান সজল, স্বেচ্ছাসেবক দল, রাজশাহী জেলা কৃষকদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ডিএম জিয়া তৃণমুলের জনপ্রিয় নেতা। কষ্টি পাথরে যাচাই করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী নির্বাচন করেছেন। কাকে দিলে ধানের শীষের বিজয় হবে সেটি বিবেচনা করেই ডিএম জিয়াকে মনোনয়ন দেয়া হয়েছে। এতো কিছু ভাবার নেই।

বিশেষ অতিথি হিসেবে বাগমারা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়া বলেন, কৃষি, শিক্ষা, শিল্প সহ নানা বিষয়ে অনগ্রসর বাগমারাকে আধুনিক বাগমারায় পরিণত করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আমার ব্যক্তিগত ভুলত্রæটি থাকলে তা ক্ষমা করে ধানের শীষে ভোট দিবেন।

সমাবেশ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ