বাগমারায় বাল্যবিবাহ-স্বাস্থ্য-পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় মাধ্যমিক স্কুল-মাদ্রাসার শিক্ষকদের নিয়ে আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে বাল্য বিয়ে প্রতিরোধ, বয়:সন্ধিকালীন স্বাস্থ্য, পুষ্টি ও ব্যাক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে দিন ব্যাপি কর্মশালা করা হয়।
সোমবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পবিারপরিকল্পনা অফিসার আবু মাসুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (ধর্ম) হালিমা খাতুন, রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিসের পরিচালক দেওয়ার মোর্শেদ কামাল, উপপরিচালক ড. কস্তরী আমিনা কুইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুকতাদির আহম্মদ প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.