বাগমারায় বারনই-ফকিরন্নী নদীর পানি ভাটির দিকে না গিয়ে উজানে ছুটছে

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার বারনই-ফকিরন্নী নদীর পানি বরাবর ভাটির দিকে (নীচে) গেলেও এবারে ওই নদীর পানি উজান দিকে ছুটছে। হঠাৎ করে এমন পানির দিক পরিবর্তন দেখে অনেকে অবাক হয়ে পড়েছেন।
জানা গেছে, উপজেলার প্রধান দুই নদী বারনই ও ফকিরন্নী নদী। এই দুই নদীর পানি পশ্চিম দিক হতে পূর্ব দিকে প্রবাহিত হয়। কিন্তু গত ৫/৬ দিন ধরে এই দুই নদীর পানি পূর্ব দিকে না গিয়ে (পশ্চিম) দিকে উঠছে। পনির গতি পরিবর্তন হওয়া নিয়ে চলছে এলাকায় চুলচেরা বিশ্লেষণ।
রোববার উপজেলার দেউলিয়া গ্রামের নীচ দিয়ে বয়ে যাওয়া ফকিরন্নী নদীর গতি দেখতে কয়েকজন উৎসক জনতা ভীড় জমাই। পানির এমন উপরে (উজানে) যাওয়ার দৃশ্য এর আগে তারা দেখেনি বলে বলাবলি করছিল।
তবে উজান ভাটির এই দেশে বিচিত্র রুপে ভরা। এমনটি দেখে অবাক হবার কোন কারণ নেই বলে অভিজ্ঞমহল মত পোষণ করেছেন।
তাদের মতে, নদীর পানি সাধারণত ভাটির দিকে (অর্থাৎ, যেদিকে নদী সমুদ্রে বা অন্য কোনো বৃহৎ জলাধারে পতিত হয় প্রবাহিত হয়। কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতে নদীর পানি উজানের দিকেও প্রবাহিত হতে পারে। এটি সাধারণত ঘটে যখন নদীর মোহনার দিকে পানির স্তর বেড়ে যায়, যা নদীর স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করে পানিকে বিপরীত দিকে ঠেলে দেয়। এটি বন্যা, অতিবৃষ্টি, জোয়ার বা অন্য কোনো প্রাকৃতিক কারণে হতে পারে।
এমনটি ঘটনায় নদীর পূর্ব এলাকায় বৃষ্টির পরিমান বেড়ে যাওয়ায় পশ্চিম এলাকায় পানির টানে পানি যথাযথ ভাবে পশ্চিম দিকে (উজানে) ছুটছে। তাই বাগমারার ফকিরন্নী নদীর পানি বিশেষ পরিস্থিতিতে উল্টা দিকে প্রবাহিত হচ্ছে।
পানি সমান সমানে হলে এই পরিস্থিতি পরিবর্তন হয়ে নীচের দিকে প্রবাহিত হবে বলে এমনটি জানিয়েছেন অভিজ্ঞমহল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.