বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনে উপজেলার শ্রমজীবি ও পেশাজীবিসহ বিভিন্ন সংগঠনের পক্ষে পৃথক পৃথক র্যালি ও আলোচনা সভা করেছেন।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শিশু ও শিল্পকলা একাডেমি চত্বর থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগমারা শাখার নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন, কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন ও দর্জি শ্রমিক ইউনিয়নের সন্মিলিত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিশু ও শিল্পকলা একাডেমি চত্বর এক সভায় মিলিত হয়।
সভায় বাগমারা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি অধ্যাপক জামিলুর রহমান।
সভায় প্রধান আলোচক ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের জামায়াতের মনোনিত সংসদ সদস্য প্রার্থী ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা: আব্দুল বারী সরদার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম, শ্রমিক নেতা মোরতোজা হোসেন, জাতহারুল ইসলাম প্রমুখ।
এদিকে উপজেলার ইমরাত নির্মাণ শ্রমিক কমিটি (ইনসাব), ট্রাক শ্রমিক কমিটি, সিএনজি মালিক সমিতি, অটো চালক কমিটির উদ্যোগে পৃথক পৃথক র্যালি উপজেলার সিএনজি স্ট্যান্ড ও দেউলিয়া বাস স্ট্যান্ড থেকে বের করা হয়।
এতে ভিন্ন র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারমান ও উপজেলা বিএনপি’র আহবায়ক ডিএম জিয়াউর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক আহবায়ক আকতারুজ্জামান বল্টু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সদস্য সচিব যুবদল ক্বারী মকলেছুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব শামসুজ্জোহাসহ শ্রমিক সংগঠনের নেতা ও শ্রমিকরা অংশ নেয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.