বাগমারায় বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় নানা আয়োজনের মধ্য দিযে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। সোমবার ১লা মে ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, ম্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনে উপজেলার শ্রমিক, পেশাজীবি, সামাজিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষে পৃথক পৃথক শোভাযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বাগমারা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে শ্রমিক নেতাদের সংগে র‌্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোডাউন মোড়ে এক সভায় মিলিত হয়।
সভায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুর্তজা হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনের সেক্রেটারী জাহেদুল ইসলাম, শ্রমিক নেতা নজরুল ইসলাম, মন্জুর ইসলাম, আব্দুল্লাহ, ইমনুল ইসলাম প্রমুখ।
এদিকে ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেকের নির্দেশনায় উপজেলার ইমরাত নির্মাণ শ্রমিক কমিটি, ট্রাক শ্রমিক কমিটি, সিএনজি মালিক সমিতি, অটো চালক কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা দেউলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বের করা হয়। র‌্যালিটি উপজেলার দেউলিয়া বাস স্ট্যান্ড থেকে বের হয়ে ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে এক পথ সভায় মিলিত হয়।
র‌্যালিতে শ্রমিক সংগঠনের নেতা ও শ্রমিকরা অংশ নেয়। এবারে ১ মে দিবস তাৎপর্যয় নিয়ে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের পক্ষে চার শতাধিক শ্রমিককে টি-শার্ট প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.