বাগমারায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালের দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩.৩০ মিনিটে প্রথম সেমি ফাইনালে গোবিন্দপাড়া ইউনিয়ন দল মুখোমুখী হয় দ্বীপপুর ইউনিয়ন দলের সাথে।
খেলায় ০-২ গোলের ব্যবধানে গোবিন্দপাড়া ইউনিয়ন দল পরাজিত হয়। অপরদিকে সাড়ে ৪টায় দ্বিতীয় খেলায় মাড়িয়া ইউনিয়ন দল বনাম শ্রীপুর ইউনিয়নের দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় নির্দিষ্ট সময়ে কোন দলই গোল করতে পারেনি। ফলে ট্রাইবেকারে ৮-৭ গোলে মাড়িয়া ইউনিয়ন দল জয়লাভ করে। প্রসঙ্গত উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-২০২৩ বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট ১৮টি ফুটবল দল খেলায় অংশ গ্রহণ করছে।
আজ দ্বিতীয় রাউনোডর প্রথম দিনের খেলা পরিচালনা করেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম। এতে প্রধান রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন আলী আকবর। সহকারী রেফারী হিসেবে ছিলেন রহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।
ধারাভাষ্যে ছিলেন নজরুল ইসলাম ও সিরাজুল ইসলাম। এ সময় মাঠে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মুকবুল হোসেন মৃধাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.