বাগমারায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকের ৫০ বছর পূর্তি উদযাপন

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান এর সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীতের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীরেন্দ্রনাথ সরকার, সুনীল কুমার কুন্ডু, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী আব্দুল মমিনসহ অনেকে।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সেরাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.