বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানাকে মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বিকালে অফিসার্স বাগমারা ক্লাবের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
বিদায়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা কর্মময় সময়ে স্মৃতিচাররণ করে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আহসান হাবিব, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা আকতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, পল্লী সঞ্চয়ী ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান ও নব নিযুক্ত প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার(আইসিটি) তাজরুল ইসলাম মিলন।
উল্লেখ্য,বাগমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা বদলিজনীত কারণে ডিসেম্বর মাসের মাঝামাঝিতে ট্ঙ্গাাইল জেলা মধুপুর উপজেলায় বদলী হয়েছেন। বাগমারায় নতুন কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তানোর উপজেলা হতে আগত তরিকুল ইসলাম। বিদায়ী কমকর্তাকে বিদায় সংবর্ধনা ও নতুন কর্মকর্তাকে স্বাগত জানাতে ফুল দিয়ে বরণ করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.