BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগমারায় পৃথক বিএনপি ও জামায়াতের প্রচার মিছিল সমাবেশের রুপ নিয়েছে

বাগমারায় পৃথক বিএনপি ও জামায়াতের প্রচার মিছিল সমাবেশের রুপ নিয়েছে

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বিএনপি ও জামায়াতের পৃথক পৃথক প্রচার মিছিল গুলো সমাবেশে পরিনত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টা হতে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমানের সমর্থকরা প্রচার-প্রচারণায় উপজেলার বিভিন্ন এলাকা হতে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা সদর ভবানীগঞ্জ হ্যালিপ্যাড ময়দানে জমায়েত হয়।

জমায়েতে প্রচার প্রচারণায় ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাংবাদিকদের মুখোমুখি নিজের মনোনয়ন প্রত্যাশার পাশাপাশি ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

একই ভাবে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা জামায়াতে ইসলামী বাগমারা আসনের একমাত্র প্রার্থী উপজেলা নায়েবে আমীর বিশিষ্ট চিকিৎসক ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা. আব্দুল বারীর প্রচার প্রচারণার জন্য উপজেলার বিভিন্ন এলাকা হতে জামায়াতের নেতাকর্মী ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমীতে জমা হয়।

এসময় শিল্পকলা একাডেমীর চত্বর কানায় কানায় ভরে যায়।

এসময় ডা. আব্দুল বারী পরিচ্ছন্ন ও উন্নত বাগমারা গড়ার জন্য জমায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় তিনি ভোট প্রার্থনা করেন। তিনি সমাজে বিশৃংখলা এবং সকল বৈষম্য ও হানাহানির অবসান ঘটিয়ে ন্যায় ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার করেন।

একই ভাবে সন্ধ্য ৬টার দিকে উপজেলা সদর ভবানীগঞ্জ সরকারী বালক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের সমর্থকরা প্রচার প্রচারণায় উপজেলার বিভিন্ন এলাকা হতে জড়ো হয়। প্রচারটা সমাবেশে পরিনত হয়ে পড়ে।

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা জুড়ে লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালনের বিষয় ব্যক্ত করে তিনি মনোনয়ন প্রত্যাশা করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

পরে অধ্যাপক কামাল হোসেন নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সকালে খালি পেটে কলা খেলে কী হয়? ২৩ নভেম্বর ফিরছেন তারেক রহমান বছরের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা ‘কান্তারা চ্যাপ্টার ১’ ২৮ বছর বয়সে এ প্রজন্মের আইকন বকশীগঞ্জে ফেসবুকে অপপ্রচার ও সম্মানহানির প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী টেবিল টেনিস অনুর্ধ্ব-১৬ টুর্নামেন্ট শুরু ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইসলামপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা আমরা গণভোট চাই না, আমরা চাই আপনাদের ভোট – সচিব ও সংসদ সদস্য মুশফিকুর রহমান গাইবান্ধায় বিদ‍্যুৎম্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু উজিরপুর আন নূর নূরানী ও হাফেজী মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত