BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগমারায় পুলিশকে মারধর করে আসামি হত্যার পলাতক আসামি সাগর গ্রেফতার

বাগমারায় পুলিশকে মারধর করে আসামি হত্যার পলাতক আসামি সাগর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় পুলিশকে আক্রমণ করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অন্যতম প্রধান পলাতক আসামি মোঃ সাগর প্রামাণিককে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতসোয়া ২টায় নওগাঁ জেলার আত্রাই উপজেলার গোয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাগর বাগমারা উপজেলার রনশিবাড়ী এলাকার নুর মোহাম্মদ প্রামাণিকের ছেলে।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, চলতি বছরের ৪ এপ্রিল বাগমারা উপজেলার রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাজ্জাক প্রামাণিক নামে এক ব্যক্তিকে ধারালো ছুরি দিয়ে জখম করে হত্যা করে আমিনুল ইসলাম ওরফে আমিরুল। ঘটনার পরপরই স্থানীয়রা আমিরুলকে ধরে ফেলে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিরুলকে নিজেদের হেফাজতে নেয়।

কিন্তু পুলিশ আমিরুলকে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় প্রায় ১০০০ থেকে ১২০০ জনের এক উত্তেজিত জনতা লাঠি ও ইট নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের মারধর করে এবং সরকারি কাজে বাধা দিয়ে আমিরুলকে ছিনিয়ে নেয়। এরপর জনতা আমিরুলকে লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় সাতজন পুলিশ সদস্যও আহত হন।

এই জোড়া হত্যাকান্ডের ঘটনাটি দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে বাগমারা থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০-১২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই আসামিরা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যায়।

আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব। এর আগে পৃথক অভিযানে আরও সাতজনকে গ্রেফতার করা হয়।

এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে নওগাঁর আত্রাইয়ের গোয়ালবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের অন্যতম প্রধান পলাতক আসামি সাগর প্রামাণিককে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত সাগরকে রাজশাহী জেলার বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা? চেয়ারপার্সন উপদেস্টা এএসএম আম হালিমের নেতৃত্বে ইসলামপুরে বিজয় মিছিল দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার ইসলামপুরে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত সান্তাহারে যুবদল অফিসে হামলা মামলায় নিষিদ্ধ আওয়ামীলীগের দুইজন গ্রেপ্তার আদমদীঘিতে শ্রমিকদের সাথে মতবিনিময় রাজশাহীতে রাতের আঁধারে আমবাগানে দুর্বৃত্তদের তাণ্ডব, কেটে ফেলা হলো ১১৭টি আমগাছ ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ ভেনেজুয়েলা ছেড়ে যাওয়া ও প্রবেশকারী সব তেল ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের