BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগমারায় পুলিশকে মারধর করে আসামি হত্যার পলাতক আসামি সাগর গ্রেফতার

বাগমারায় পুলিশকে মারধর করে আসামি হত্যার পলাতক আসামি সাগর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় পুলিশকে আক্রমণ করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অন্যতম প্রধান পলাতক আসামি মোঃ সাগর প্রামাণিককে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতসোয়া ২টায় নওগাঁ জেলার আত্রাই উপজেলার গোয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাগর বাগমারা উপজেলার রনশিবাড়ী এলাকার নুর মোহাম্মদ প্রামাণিকের ছেলে।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, চলতি বছরের ৪ এপ্রিল বাগমারা উপজেলার রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাজ্জাক প্রামাণিক নামে এক ব্যক্তিকে ধারালো ছুরি দিয়ে জখম করে হত্যা করে আমিনুল ইসলাম ওরফে আমিরুল। ঘটনার পরপরই স্থানীয়রা আমিরুলকে ধরে ফেলে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিরুলকে নিজেদের হেফাজতে নেয়।

কিন্তু পুলিশ আমিরুলকে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় প্রায় ১০০০ থেকে ১২০০ জনের এক উত্তেজিত জনতা লাঠি ও ইট নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের মারধর করে এবং সরকারি কাজে বাধা দিয়ে আমিরুলকে ছিনিয়ে নেয়। এরপর জনতা আমিরুলকে লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় সাতজন পুলিশ সদস্যও আহত হন।

এই জোড়া হত্যাকান্ডের ঘটনাটি দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে বাগমারা থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০-১২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই আসামিরা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যায়।

আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব। এর আগে পৃথক অভিযানে আরও সাতজনকে গ্রেফতার করা হয়।

এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে নওগাঁর আত্রাইয়ের গোয়ালবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের অন্যতম প্রধান পলাতক আসামি সাগর প্রামাণিককে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত সাগরকে রাজশাহী জেলার বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব : যুবরাজ ​​​​​​​এপস্টাইন ফাইলস প্রকাশের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস সৌদি যুবরাজকে ট্রাম্পের অভ্যর্থনা: গুরুত্বপূর্ণ পাঁচ বিষয় ফেনীতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত গাজীপুরে টিনশেডের কলোনিতে আগুন, ১০০ ঘর পুড়ে ছাই মাদারীপুরে বাসকে সাইড দিতে গিয়ে কাভার্ডভ্যান দোকানে, নিহত-১ ১৯৯৮ সালের পর বিশ্বকাপে স্কটল্যান্ড, মূল পর্বে স্পেন-বেলজিয়ামও বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষ কখনো ছেড়ে যাবেনা : মিলন ৬০০ কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ প্রদান প্রধান উপদেষ্টার