বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় পানবরজে অগ্নিকান্ডের ঘটনায় একে একে প্রায় অর্ধশত কৃষকের কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আউচপাড়া ইউনিয়নের খোদাপুর গ্রামে।
খবর পেয়ে বাগমারা ও মোহনপুর উপজেলার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাথে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রনে আনার পূর্বে প্রায় অর্ধশত কৃষকের পানবরজ পুড়ে ছাই হয়ে যায়। কি ভাবে পানবরজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা কেউ স্পষ্ট করে বলতে পারছেনা।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার আউচপাড়া ইউনিয়নের খোদাপুর গ্রামের ইমান আলীর, পানবরজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ¦বর্তি পানবরজ গুলোতে ছড়িয়ে পড়তে থাকে। এতে করে অন্তত ৫০ জন কৃষকের পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে।
এ সময়ে লোকজন জুম্মার নামাজ পড়তে মসজিদে লোকজন গিয়ে ছিল। মাঠে কয়েকজন শিশু আগুনের বিষয়টি দেখতে পায় এবং চিৎকার দিতে শুরু করে। শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। আগুন নিভানোর চেষ্টা করে।
আগুন লাগার বিষয়টি বাগমারা ও মোহনপুর উপজেলার ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা দ্রæত ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনের আনে। আগুন নিয়ন্ত্রনে আনার পূর্বেই প্রায় ২০ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক ইমান আলী বলেন, অগ্নিকান্ডের ঘটনায় তার সহ প্রায় কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। পানবরজ গুলোতে পুরাতন পান ছিল। বর্তমান বাজারে প্রায় কোটি টাকার পান বিক্রি হত বলে তিনি জানিয়েছেন।
বাগমারা উপজেলার ফায়ার সার্ভিসের টিম লিডার ইব্রাহীম আলী ও মোহনপুর ফায়ার সার্ভিসের টিম লিটার রফিকুল ইসলাম জানিয়েছেন অগ্নিকান্ডে বেশ কয়েকজনের পানবরজ পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। বর্তমানে ঘটনাস্থলে গিয়ে ক্ষতির পরিমান নির্ধারনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগীতা করা হবে বলে তিনি জানিয়েছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.