বাগমারায় নৌকার বিশাল নির্বাচনী জনসভা

 


বাগমারা প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনের নৌকার মাঝি তাহেরপুর পৌরসভার তিনবারের নির্বাচিত সফল মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদের পক্ষে বাগমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধাবর বেলা ২টায় বাগমারা উপজেলা হেডকোয়ার্টার ভবানীগঞ্জ সদরের ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগমারার নৌকার মাঝি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, আসুন বাগমারাকে এবার শান্তির বাগমারা গড়ে তুলি। বাগমারা থেকে সকল হানাহানি, দূর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি দূর করা হবে। বাগমারার আর কোন নিয়োগ বানিজ্য হবে না। কোন মা বোনের ইজ্জত হানি হবে না। উন্নয়ন দিয়ে বাগমারা নতুন রুপে গড়ে তোলা হবে। তাই আগামী ৭ তারিখ আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাবি’র শিক্ষক ড. পিএম শফি, জেলা আ’লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড জাকিরুল ইসলাম সান্টু, ভবনাীগঞ্জ বানিক সমিতির সভাপতি উপজেলা আ’লীগর সহসভাপতি জানাঙ্গীর আলাম হেলাল, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগর সহসভাপতি শ্রীপুর ইউপি চেয়ারম্যান কমবুল হোসেন, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, যোগিপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান কামাল হোসেন, ঝিকরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাড়িয়া ইউপি আ’লীগর সভাপতি শামসুল ইসলাম, গনিপুর ইউপি আ’লীগর সহসভাপতি এমএম এনামুল হক, উপজেলা আ’লীগর যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, বাসুপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, শুভডাঙ্গা ইউপি আ’রীগর সভাপতি আব্দুল হাকিম, গোবিন্দপাড়া ইউপি আ’লীগর সভাপতি আশরাফুল ইসলাম, হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, কাচারীকোয়ালীপাড়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, আউসপাড়া ইউপি আ’লীগর সভাপতি সরদার জান মোহাম্মাদ, ভবানীগঞ্জ পৌর আ’লীগর সাবেক সম্পাদক মামুনুর রশিদ মামুন, ভবানীগঞ্জ পৌর আ’লীগর সম্পাদক আব্দুল জলিল, বীর মুািক্তযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.