বাগমারায় নৌকার প্রার্থী কালাম নির্বাচিত


বাগমারা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ বে-সরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন। এতে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ ১ লক্ষ ৭ হাজার ৯ শত ৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক (কাঁচি) ৫৩ হাজার ৮ শত ১২ ভোট পেয়েছেন।
বাগমারা আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৬ হাজার ৩ শত ৫২ জন। উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় ১২২ টি ভোট কেন্দ্রের ৭৪৭ টি কক্ষে রোববার (৭জানুয়ারী) সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেলে ৪ টা পর্যন্ত একটানা ভাবে চলে।
২০০৮ সালে বিএনপি’র প্রার্থী সাবেক এমপি অধ্যাপক আব্দুল গফুরকে পরাজিত করে সে সময় নির্বাচিত হয়েছিলেন আ’লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক। এর পরে দুই বার বিনা ভোটে নির্বাচিত থেকে একটানা ১৫ বছর এমপি হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার এনামুল হক। দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আ’লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.