বাগমারায় ‘দৈনন্দিন জীবনে ইসলামিক মূল্যবোধ শীর্ষক’ আলোচনা সভা


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বাগমারায় ‘দৈনন্দিন জীবনে ইসলামিক মূল্যবোধ শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ‘দৈনন্দিন জীবনে ইসলামিক মূল্যবোধ’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ঢাকার আদাবর বায়তুল আমান সোসাইটি জামে মসজিদের ইমাম শাইখুল হাদীস আল্লামা হেলাল উদ্দিন।
আলোচনায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ইসলাম ধার করে পাওয়া না। এটি আল্লাহর সৃষ্টি। ইসলাম হচ্ছে প্রতিটি মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সবাইকে ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলামী চর্চার বিকল্প নেই।
দৈনন্দিন জীবনে ইসলামি মূল্যবোধ কতোটা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে তা বলে শেষ করা যাবে না। সত্যকে আঁকড়ে ধরতে হবে। সত্যই একমাত্র মুক্তির পথ। তাই সবাইকে ইসলাম ধর্মের যে নীতি নৈতিকতা রয়েছে যে অনুযায়ী জীবন যাপন করতে হবে। লোকজনদেরকে ইসলামের পথে পরিচালনার জন্য ইমাম মোয়াজ্জিমদের অবদান অনেক গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে ইমামদের মধ্যে বক্তব্য রাখেন, মোফাজ্জল হোসাইন, আফাজুল আলম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, বায়তুল আমান সোসাইটি জামে মসজিদের ইমাম মাহবুবুর রহমান প্রমুখ। আলোচনা সভায় উপজেলার প্রায় ২ হাজার ৫০০ জন ইমাম-মোয়াজ্জিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.