বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার মোহনগঞ্জ এলাকার মোহম্ম্দপুর কাশেমুল উলম মাদ্রাসার হেফজ বিভাগের তোফাজ্জল হোসেন (১৪) নামে এক শিক্ষার্থী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।
এসময় তার সাথে মোটর সাইকেল আরোহী ২ বন্ধু গুরুত্ব আহত হয়েছেন।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহত শিক্ষার্থী তোফাজ্জল হোসেন উপজেলার মাধাইমুড়ি গ্রামের সাইদুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বিকালে উপজেলার মোহনগঞ্জ বাজারের নিকটে মোহম্মাদপুর কাশেউল উলুম মাদ্রাসার ৩ শিক্ষার্থী মোটর সাইকেলে উপজেলার সীমান্তবর্তী বাসুবোয়ালিয়া গ্রামে বন্ধু মাদ্রাসার অধ্যক্ষের ছেলে আহত মোহম্মাদ আলী (১৫) ও অপর বন্ধু একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে ইউসুফ আলী (১৪) ’র বাড়িতে বেড়াতে যায়। সে খান থেকে মাদ্রাসা ফিরতে রাজশাহী হতে ছেড়ে আসা একটি ট্রাক ঢাকা মেট্রো ট- ২২৫৮২১ পিছন দিক মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয়।
পরে ট্রাকের চাকা নিহতের দেহের উপর দিয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
অপর দুই সহযোগী গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা ঘাতক ট্রাককে ধাওয়া করে ট্রাক ও চালক ধরে ফেলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও ঘাতক চালককে আটক করে থানায় নিয়েছেন।
এ ব্যাপারে বাগমারা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) তৌহিদুল ইসলাম জানিয়েছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.