বাগমারায় জেলা প্রশাসকের উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও শিলা বৃষ্টিতে ক্ষতি গ্রস্তদের মাঝে ত্রাণ বিতারণ

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় জেলা প্রশাসক আফিয়া আখতার উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও শিলা বৃষ্টিতে ক্ষতি গ্রস্তদের মাঝে ত্রাণ বিতারণ করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদর ভবানীগঞ্জ পৌঁছলে তাকে উপজেলা পরিষদের পক্ষে উপজেলার প্রবেশ দ্বারে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রবেশের পর প্রথমে তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে প্রবেশ করেন। সেখানে তিনি ২০২৪- ২০২৫ অর্থ বছরের কাবিটা, কাবিখা ও টি আর প্রকল্পের খোঁজ-খবর নেন।
এ সময় তিনি প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলামকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সঙ্গে নিয়ে প্রকল্পের কাজ সার্বিক ভাবে দেখভাল করার পরামর্শ প্রদান করেন। পরে তিনি একই ভাবে উপজেলা প্রকৌশলী দপ্তরে প্রবেশ করেন। তিনি উপজেলা প্রকৌশলী খলিলুর রহমানের সাথে কথা বলেন।
পরে উপজেলা পরিষদ কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। বেলা ১২ টার দিকে তিনি উপজেলা সদর ভবানীগঞ্জ সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বেলা সাড়ে ১২টার দিকে বাগমারা থানা পরিদর্শন করেন। এ সময় বাগমারা থানা পুলিশ তাকে গার্ড আব অনার প্রদান করেন। সেখানে থানায় কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যের সাথে কথা বলেন।
এ সময় তিনি থানার অস্ত্রগার, মালখান, হাজতখানা ও পুলিশ ব্যারাক পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তর, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমানসহ নেতৃবৃন্দ।
বেলা ২টার দিকে জেলা প্রশাসক উপজেলার চত্বরের ভিতরে পুকুরের চারি ধারের ওয়াক ওয়ে নামে সড়ক পরিদর্শন ও ধারে অবস্থিত মনোরম পরিবেশে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করেন।
বেলা সাড়ে তিনটাই জেলা প্রশাসক আফিয়া আখতার উপজেলার গনিপুর ইউয়িনের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জনসাধারনের মাঝে সরকারী ত্রান বিতরণ করেন। এতে সাড়ে তিন শত পরিবারকে ৩০ কেজি করে ত্রানের চাল বিতরণের উদ্যোগ নেয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকতাসহ উপজেলা পরিষদ দপ্তরের কর্মকর্তা ও গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু উস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ত্রান বিতরণের সময় উপস্থিত ক্ষতি গ্রস্তদের উদ্দেশ্যে আগামীতে তাদেরকে আরো সরকারী সহায়তার ব্যবস্থার আশ^স্ত করেছেন। শেষে তিনি রাজশাহীর উদ্দেশ্যে বাগমারা ত্যাগ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.