বাগমারায় জামায়াতের উদ্যোগে ছাত্র-জনতার বিজয়ের প্রথম বর্ষপূর্তি পালিত

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় জামায়াতের উদ্যেগে ২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বিজয় র‌্যালি করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা সদর ভবানীগঞ্জ জুলাই গণঅভ্যুত্থানের ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে একটি আনন্দ মিছিল উপজেলার গোডাউন মোড় হতে বের হয়ে উপজেরা সদর ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোডাউন মোড়ে এক সভায় মিলিত হয়।
সভায় উপজেরা জামায়াতের সেক্রেটারী অহিদুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার মোঃ আঃ আহাদ কবিরাজ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর ও জামায়াতের রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ ডা: আব্দুল বারী সরদার।
উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাষ্টার কামরুজ্জামান হারুন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক চেয়ারমান অধ্যাপক আব্দুল মজিদ খাঁন, তাহেরপুর পৌর জামায়াতের আমীর অধ্যাপক শহিদুজ্জামান মীর, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর মাষ্টার আশরাফুল ইসলাম আশিক, বাসুপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক আতাউর রহমান, তাহেরপুর পৌর শিবিরের সভাপতি মারুফ আহম্মেদ, ভবানীগঞ্জ পৌর শিবিরের সভাপতি শফিকুল ইসলাম সুমন প্রমুখ।
র‌্যালি ও আলোচনা সভায় স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি ছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.