বাগমারায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বিভিন্ন আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। এ বছর জাতীয় কন্যাশিশু দিবসটির প্রতিপাদ্য ছিল ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’
দিবসটি উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা সদর ভবানীগঞ্জ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মহিলা বিষক কর্মকর্তার আয়োজনে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালি শেষে উপজেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আহসান হাবিবসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.