BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগমারায় খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়ে মিথ্যা প্রোপাগান্ডার অভিযোগ

বাগমারায় খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়ে মিথ্যা প্রোপাগান্ডার অভিযোগ

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে ডিলার নিয়োগ নিয়ে উদ্দেশ্য মূলক মিথ্যা তথ্য দিয়ে অপবাধসহ প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে।

গত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় বিবেচনায় ডিলার নিয়োগ পেয়েছিল তারাই মিথ্যাচার ছড়াচ্ছে বলে দাবি করা হয়। এ নিয়ে বিব্রতর পরিস্থিতির মধ্যে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে সব কিছুর নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়ার সমাধান করে নতুন ডিলারদের ডিও করার নির্দেশনা দেয়া হয়েছে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকতা জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার দুইটি পৌরসভা ১৬টি ইউনিয়নে ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে খাদ্য-বান্ধব কর্মসূচীর চাল বিতরণের জন্যে ৩২ জন ডিলার রয়েছে।

১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাল পেত এসব কার্ডধারী হতদরিদ্র মানুষ। এসব ডিলারেরা গত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় বিবেচনায় নিয়োগ পেয়েছিল।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর পরই বিপ্লবীদের প্রতিরোধে অনিয়ম ও দুনীর্তির অভিযোগে গা ঢাকা দেয় উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচীর বেশ কয়েকজন ডিলারা। যার কারণে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ ব্যবস্থা নিয়ে জটিলতা সৃষ্টি হয়।

পরবর্তি সময়ে যখাযথ নিয়মে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া করা হয়। এতে শ্রীপুর ইউনিয়নের আ’লীগ নেতা ও উপজেলার একাধিক অবৈধ পুকুর খননের হোতা খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার জালাল উদ্দিন নিয়োগ স্থগিতের জন্য হাইকোর্টে পর পর রিট করেন।

এতে রিট শেষ হয় ০৪/০৯/২০২৫ খ্রি: তারিখে, লটারি হয় ২৩/১০/২০২৫ খ্রি: তারিখে নিয়োগ আদেশ প্রদান করা হয় ২৭/১০/২০২৫ খ্রি: তারিখে এদিকে নিয়োগের পর পুরাতন ডিলার নতুন করে আবারো রিট করে ০৬/১১/২০২৫ খ্রি: তারিখে।

কর্তৃপক্ষ আদালতের প্রতি সম্মান দিয়ে তা বন্ধ রাখেন। রিটের মেয়াদ শেষ হবার পর উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর সহযোগীতায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও কমিটির সদস্য সচিব নবী নওয়াজেস আমীন নতুন করে ডিলার নিয়োগ দিয়েছেন।

এ নিয়োগকে নিয়ে আ’লীগের আমলে নিয়োগকৃতরা মিথ্যা প্রোপাগন্ডা ছোড়াচ্ছেন বলে নতুন নিয়োগ প্রাপ্ত ডিলাররা জানােিয়ছেন। নতুন নিয়োগ প্রাপ্ত গোয়ালকান্দি ইউনিয়নের ডিলার আকরাম হোসেন জানান, যথাযথ প্রক্রিয়ায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণে ডিলারে

নিয়োগ পেয়েছি। যে খানে ডিলার নিয়োগ নিতে পুরতাতন কিছু ডিলাররা অংশ গ্রহণ করে।

এতে তাদের মধ্যে কয়েকজন প্রক্রিয়ায় ডিলারও হয়েছে। একই ভাবে নতুন ডিলার আয়নাল হোসেন, মামুন, বাবু সহ কয়েকজন জানান, ডিলার নিয়োগে অংশ নিয়ে নিয়োগ পেয়ে চাল উত্তোলনের জন্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা ডিও করা হয়েছে। নিয়োগের পর কিছু পুরাতন ডিলার প্রতিহিংসা বশত: বিভিন্ন মিথ্যাচার করছে বলে দাবি করেন তারা।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও কমিটির সদস্য সচিব নবী নওয়াজেস আমীন বলেন, আইন ও বৈধতা নিশ্চিত করে উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর পরামর্শক্রমে নতুন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। এখানে আইন ও নিয়মের মধ্যেই সব কিছু নিহিত রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?