বাগমারায় ক্যারিয়ার প্লানিং ফর বিজনেস স্টুটেন্ডস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ক্যারিয়ার প্লানিং ফর বিজনেস স্টুটেন্ডস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা সদর ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক উপচার্য ও নর্থবেঙ্গল ইন্টারন্যাশনার ইউনিভারসিটি প্রতিষ্ঠাতা উপচার্য প্রফেসার ড: আব্দুল খালেক।
এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ে সাবেক শিক্ষক ও আইকিউ এসি নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির পরিচালক প্রফেসার ড: পিএম সফিকুল ইসলাম। ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুস সোবহান এর সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন, আইকিউ এসি নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির সহযোগী অধ্যাপক ড: আব্দুল কুদ্দুস, সহযোগী অধ্যাপক ইদ্রিস আলী, সহযোগী অধ্যাপক মাজেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক সাবরিন নাহার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.