বাগমারায় কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও ধর্মবিষয়ক সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় কর্মরত ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সদস্য সানাউল ইসলাম বাংলাদেশ দলিল লেখক বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও ক্বারী মাও: মকলেছুর রহমান দলিল লেখক বিভাগীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতি।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদর ভবানীগঞ্জ দলিল লেখক সামতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাগমারায় কর্মরত দলিল লেখক সমিতির দুই সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দনসহ সংর্বধনা দেয়া হয়েছে।
এ সময় প্রধান অতিথি ছিলেন, ভবানীগঞ্জ সাব-রেজিষ্টার নকিব উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ দলির লেখক সমিতির সদস্য ও সদ্যই রাজশাহী জেলা দলিল লেখক সমিতির নব নির্বাচিত সিনিয়র সহ সভাপতি সামসুল হক, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সদস্য নাজমুল হক, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুল জলিল, আলমাস হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার (১২ আগস্ট) রাজশাহী শহরের সীমান্ত নোঙর কমিউনিটি সেন্টারে বিভাগীয় দলিল লেখক সমিতির আয়োজিত অনুষ্ঠানে নব দলিল লেখক কমিটির নাম ঘোষনা দেয়া হয়। আজ নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল নেতাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগমারার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সদস্য বৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.