বাগমারায় উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় প্রতিষ্ঠানের প্রধান ও কম্পিউটার শিক্ষকদের নিয়ে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সমন্বিত উপবৃত্তি কর্মসূচির প্রধান মন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্টের সহায়তায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজনে উপজেলা মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান মন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট এর সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সহকারী পরিচালক (প্রশাসন) তৌফিক এরফান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ড. আব্দুল মুমীত, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, সালেহা ইমারত ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান মোল্লা, বাগমারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম রাবু, চাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলু, যাত্রাগাছি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম প্রমূখ।
দিন ব্যাপী কর্মশালায় উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কম্পিউটার শিক্ষা অংশ নেয়। কর্মশালায় শিক্ষার গুণগতমান বৃদ্ধিকরণ, স্কুল ও মাদ্রাসা উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ব্যবস্থাপনা ও সক্ষমতা শক্তিশালীকরণসহ শিক্ষার মান উন্নয়ন বিষয় উপস্থাপন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.