বাগমারায় ঈদে ফুফুর বাড়িতে এসে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতীকী ছবি
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ঈদে ফুফুর বাড়িতে বড়াতে এসে নদীর পানিতে ডুবে নাফিসা (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নাফিসা পুঠিয়া উপজেলার পীরগাছা গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
ঈদের পরে উপজেলার কাচারি কোয়ালীপাড়ার মোহনপুর গ্রামে ফুফা মুজাহিদের বাড়িতে বেড়াতে আসে।
বুধবার সাড়ে ১২টার দিকে সমজুটি ফুফাত বোনের সাথে বাড়ির পার্শ্বে নদীতে গোসলে যায়। এক সময় নাফিসা পানিতে ডুবে যেতে বোনকে আকড়ে ধরে। বোন কোন মত হাত জাগিয়ে সহায়তা চাইলে নদীর ধারের লোক দেখতে পেয়ে প্রায় অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে। নাফিসা সাঁতার না কাটতে পারায় পানির নীচে ডুবে যায়।
বিষয়টি ততক্ষণিক সহযোগী বোন বলতে না পারলে পরে তার জ্ঞান ফিরে তার ফুফাত বোন ছিল তার সঙ্গে জানায়। স্খানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা বিষয়টি তাদের অপারগতায় রাজশাহী ডুবরীদের খবর দেয়।
পরে ডুবরীরা ৩ ঘন্টা পর মৃত অবস্থায় ওই লাশ উদ্ধার করে। ঈদের মধ্যে বেড়াতে এসে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.