বাগমারায় ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

 

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধার কোটা বহাল রাখার দাবিতে রাজশাহীর বাগমারার মুক্তিযোদ্ধারা সংঘবদ্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাহার আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে যান এবং নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম তাঁদের স্মারকলিপি গ্রহণ করে তা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। স্মারকলিপিতে মুক্তিযোদ্ধার কোটা বহাল রাখার দাবি জানিয়ে অভিযোগ করে বলেছেন, মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী জামায়াত-শিবিরের কিছু লোকজন সংঘবদ্ধ হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নীরিহ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে আন্দোলনের মাধ্যমে ধ্বংসাতœক কার্যকলাপ সংঘটিত এবং কোটা বাতিলের ষড়যন্ত্র করছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে দেশকে ধ্বংসাত্মকের হাত থেকে রক্ষা করার দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার সিংহ, শুনীল কুমার কুন্ডু আবদুল জব্বার সরদার, খালেক শাহানা, ওসমান আলী প্রমুখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.