বাগমারায় আম গাছ থেকে পড়ে ফার্মেসী ব্যবসায়ীর মৃত্যু

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় গতকাল বুধবার আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক ফার্মেসী ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম বাবু (৪০)।
তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ইসলাবাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এর আগেও নিহত নজরুল ইসলাম বাবুর দুই ভাই জাকিরুল ইসলাম (২৮) ও সাজু ইসলাম (১৮) একই ভাবে গাছ থেকে পড়ে মারা যান। এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত পরিবারের সদস্যরা জানান, নজরুল ইসলাম ঢাকায় এক ওষুধ কোম্পানীতে চাকুরী করতেন। মাস ছয়েক আগে এলাকায় এসে উপজেলার নন্দনপুর চিকাবাড়ি বাজারে ফার্মেসী ব্যবসা শুরু করেন।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে নজরুল ইসলাম বাবু বাড়ীর পার্শ্বে নিজের আম বাগানে আম পাড়তে গাছে উঠে। আম পাড়ার সময় তিনি হঠাৎ পা ফসকে মাটিতে পড়ে যান।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পূর্বেই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। নিহত নজরুল ইলাম বাবু এক সন্তানের জনক বলে জানা গেছে।
ঘটনার পর থেকেই এলাকায় সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকার লোকজন জানান, নজরুল ইসলাম সহজ ও সরল প্রকৃতির মানুষ ছিলেন। তিনি গাছে তেমন উঠেন না। সকালে মাকে নিয়ে বাড়ির পাশের্^ আম বাগানে যায়। বাগানে পাকা আম দেখে পাড়তে গাছে উঠে। তার মা সহ স্থানীয় কয়েকজন তাকে গাছে উঠতে বারণ করে। তার পরও সে গাছে উঠে আম পাড়তে। গাছে উঠার পর পরই সে গাছ থেকে পড়ে মারা যান। পাঁচ ভাইয়ের মধ্যে তিন ভাই গাছে আম পাড়তে গিয়ে মৃত্যু বরন করেন বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.