বাগমারায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১০টার দিকে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে সভায় অবৈধ ভাবে সড়কে মাটিবাহী ট্রাক্টর চলাচল, বাল্য বিবাহ প্রতিরোধ, অনলাইন জুয়ারোধ অবৈধ বিট কয়েন লেন-দেন, বেপয়ারা কিশোর গ্যাংগ প্রতিরোধ ও স্থানীয় নানা অভিযোগ নিয়ে আলোচনা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এএসআই নাজমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদা, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, লুৎফর রহমান, মাহমুদুর রহমান মিলন, তাহেরপুর কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আমিনুর রহমান, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন প্রমূখ।
সভায় বক্তাগণ উপজেলার আইন শৃংখলা বিষয়কদিক নির্দেশনা মূলক আলোচনায় উপজেলায় বিভিন্ন এলাকায় অব্যাহত অবৈধ পুকুর খননে মাঠিবাহী ট্রাক্টর থেকে পিচ্ছিল কাঁদায় সড়কে যানবহন চলাচলে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে বলে অভিযোগ উত্থাপিত হয়।
এছাড়া উপজেলার আইন শৃংখলার দিক নির্দেশনা-সমাধান, বাল্যবিবাহ প্রতিরোধ, মদক প্রতিরোধ নিযে আলোচনা করা হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বলেন, অবৈধ ভাবে সড়কে মাটিবাহী ট্রাক্টর চলাচলে সড়ক ভাঙ্গছে ও চলাচলে বিঘ্ন ঘটছে।
গত শনিবার রাতে তিনি উপজেলার ভবানীগঞ্জ কেশরহাট সড়কে মাটিবাহি ট্রাক্টর চালককের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। উড়তি বয়সের বেপয়া মোটরসাইকেল ড্রাইভিং, অনলাইন জুয়া ও অবৈধ বিট কয়েন লেন-দেন ব্যাপারটি উদ্বেগজনক ভাবে বাড়ায় প্রতিরোধের জন্য জনসচেতনাসহ ব্যবস্থা গ্রহণে সকলের সহযোগীতা কামনা করেছেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক, উপজেলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা: হাসান আলী মোল্লা, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কৃষিকমৃকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য অফিসার রবিউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মুকতাদীর আম্মেদ, চেয়ারম্যান আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, ভবানীগঞ্জ সরকারী বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলীসহ সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দপ্তর প্রধান সহ আইন শৃংখলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রান্তে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.