বাগমারায় অগ্নিকান্ডে দুই কৃষকের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারারায় অগ্নিকান্ডে দুই কৃষকের বাড়ি আগুনে সম্পূর্নরূপে ভষ্মিভূত হয়ে গেছে। এ অগ্নিকান্ডে গবাদি পশু হাঁস-মুরগীসহ বাড়ির মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এতে সম্পদ হারিয়ে স্বল্প আয়ের দুই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের মৃত লোকমান আলীর ছেলে কৃষক মোবারক হোসেন ও মৃত গব্বরা আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে বুধবার (১২ সেপ্টম্বর) রাত সাড়ে ৭টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সন্ধ্যার পর হঠাৎ করে মোবারকের বাড়িতে আগুন লেগে নিমিসে পার্শ^বর্তি ইদ্রিস আলীর বাড়িতে ছড়িয়ে পড়ে। হঠাৎ আগুনের লেলিহান দেখতে পায় বাড়িতে থাকা কয়েকজন মহিলা। সাথে সাথে তার চিৎকার দিতে পাড়ার লোকজন ছুটে এসে আগুন নেভানো চেষ্টা করে তা ব্যর্থ হন। আগুন মূহুর্তের মধ্যে এক বাড়ি থেকে অন্য বাড়ির মধ্যে ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসার আগেই ওই আগুনে লেলিহানে পাকা টিনসেডের দুইটি বাড়ির চাতালের উপর রাখা ধান, ভুট্রাসহ বাড়ির সমস্ত মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
এ অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে ঘটেছে তাৎক্ষনিক ভাবে তা জানা যায়নি। তবে আখার আগুনের সুত্রপাত হতে পারে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন।
এ ব্যাপারে বাড়ির মালিক কৃষক মোবারক হোসেন সাথে কথা হলে তিনি জানান, বাড়িতে তিনি ছিলেন না। সন্ধ্যা রাত্রিতে বেশি ভাগ লোক গ্রামের বাজারে ছিল। এ সময়ে আগুন লাগায় কেউ তেমন সহযোগীতা করতে পারেনি। আগুনের লেলিহান তাড়াতাড়ি দুর পর্যন্ত গড়ানোর কারণে সম্পূর্ণ বাড়ির ঘর, আসবাবপত্র ও গবাদি পশু আগুনে শেষ করে দিয়েছে। এতে তার ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এমনটি জানিয়েছেন অপর কৃষক ইদ্রিস আলী তার বাড়ি-ঘর সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ৫ লক্ষাধিক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.