বাগদাদে ড্রোন হামলায় ইরানপন্থি ৪ যোদ্ধা নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বাগদাদের পূর্বাঞ্চলে ইরানপন্থি একটি মিলিশিয়া গোষ্ঠীর এক কার্যালয়ে ড্রোন হামলায় চার যোদ্ধা নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এই হামলা হয় বলে জানিয়েছে পুলিশ ও নিরাপত্তা সূত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পুলিশ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইরাকি মিলিশিয়া গোষ্ঠী আল-নুজাবার ব্যবহৃত একটি ভবনে অন্তত দুটি রকেট আঘাত হানে।
গোষ্ঠীটির এক মুখপাত্র বলেছেন, তাদের চার যোদ্ধা নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রও নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।
পুলিশ ও মুখপাত্র বলেছেন, আল-নুজাইবার এক স্থানীয় কমান্ডার ও তার এক সহকারী হামলায় নিহত হয়েছেন।
মুখপাত্র ও ইরাকি মিলিশিয়ার দুই কমান্ডার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। তারা পাল্টা হামলার হুমকি দিয়েছেন।
স্থানীয় এক ইরাকি মিলিশিয়া কমান্ডার আকিল আল-মৌসাভি বলেছেন, আমরা পাল্টা হামলা চালাবো। এই হামলার জন্য মার্কিনিদের ভুগতে হবে।
এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
গত মাসে মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে ইরাকে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। অক্টোবরে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর ইরাক ও সিরিয়ায় অন্তত ১০০টি হামলার শিকার হয়েছে মার্কিন সেনারা।
সিরিয়ায় ৯০০ ও ইরাকে ২৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর পুনরুত্থান ঠেকাতে স্থানীয় বাহিনীকে পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.