বাখমুত রক্ষায় আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ব : জেলেনস্কি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাখমুতকে দুর্গ হিসেবে আখ্যা দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩ ফেব্রুয়ারি) তিনি বলেছেন, তার সৈন্যরা কখনোই বাখমুতকে বিনা লড়াইয়ে ছেড়ে দেবে না। বাখমুত রক্ষায় তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে চলমান ভয়াবহ যুদ্ধের বিষয়টি উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া যেহেতু বাখমুতে আক্রমণ বাড়িয়েছে তাই আমরাও যতক্ষণ পারি সেটিকে রক্ষা করব। সেটি আমাদের দুর্গ।’
সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্র হয়ে উঠেছে বাখমুত। ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠককালে জেলেনস্কি শহরটি রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘আমরা বাখমুতকে কখনোই ছেড়ে দেব না। যতক্ষণ পারি আমরা এই শহরটি রক্ষা করে যাব।’
জেলেনস্কি আরও বলেন, ‘যদি অস্ত্র সহায়তা ত্বরান্বিত হয়-বিশেষ করে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা-তবে আমরা কেবল বাখমুত থেকেই দখলদারদের হটিয়ে দেব না, দনবাসকেও মুক্ত করা শুরু করব।’
এদিকে মস্কো জানিয়েছে, রুশ সেনার বাখমুতের একটি গুরুত্বপূর্ণ সড়কের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে। যা ইউক্রেনীয় সেনাদের রসদ সরবরাহ পথ হিসেবে ব্যবহৃত হয়। মস্কো আরও জানিয়েছে, রুশ সেনারা চারদিক থেকে বাখমুতকে ঘিরে ফেলেছে এবং ক্রমেই এগিয়ে যাচ্ছে। (সূত্র: আল জাজিরা)। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.