বাউয়েট ক্যাম্পাসে মেধাবৃত্তি সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাটোর প্রতিনিধি:  বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে সামার সেমিস্টার ২০১৯ ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকায় ১ম স্থান অধিকারী কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি সনদ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।

প্রধান অতিথি বলেন, ‘ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় ভাল ফলাফল করার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করতে হবে। ভবিষ্যতে সাংস্কৃতিক অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজন করা হবে।’

উল্লেখ্য যে, ২০১৯ সালের সামার সেমিস্টার ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ ৭টি বিভাগের ৪৮ জন ছাত্র-ছাত্রীকে মেধাবৃত্তির সনদ প্রদান করা হয়। বাউয়েটের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.