বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যুতে কথা বলতে গিয়ে বর্তমান বাইডেন প্রশাসনকে যুদ্ধবাজদের দল, আর নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে শান্তির দলের বলে মন্তব্য করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।
স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এক রেডিও অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই বাকি দিনগুলোতে জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের উচিত ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা বন্ধ করা।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ইউক্রেন সংঘাত নিয়ে ভবিষ্যৎ নীতি নিয়ে বিতর্ক চলছে। আমি বিচার করার মতো কেউ নই, তবে তাদের সাংবিধানিক ব্যবস্থা আমার কাছে কিছুটা অদ্ভুত বলে মনে হচ্ছে। রাষ্ট্রপতি নভেম্বরে নির্বাচিত হয়েছেন, তবে তিনি কেবল ২০ জানুয়ারি দায়িত্ব নেবেন। এই দুটি তারিখের মধ্যে কী ঘটে তা সাধারণত কাউকে খুব বেশি উদ্বিগ্ন করে না। কিন্তু বর্তমান মার্কিন প্রশাসন যুদ্ধবাজদের দলের, আর নির্বাচনে বিজয়ী (ডোনাল্ড ট্রাম্প) শান্তির দলের। এখানেই কিছু প্রশ্ন উঠছে।
ওরবান মনে করেন, ক্ষমতার হাত বদল হওয়ায় ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা কমিয়ে আনা বিদায়ী বাইডেন প্রশাসনের জন্য ন্যায্য ও ন্যায়সঙ্গত হবে।
তিনি বলেন, তাদের (বাইডেন প্রশাসন) আর শত্রুতায় ইন্ধন দেওয়া বা সামরিক অভিযানের প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করা উচিত নয়। বরং তাদের উচিত নতুন শান্তিপন্থী প্রেসিডেন্টকে যতটা সম্ভব শান্তভাবে তার কর্মসূচি বাস্তবায়নের সুযোগ দেওয়া।
এর আগে ওরবান বারবার আশা প্রকাশ করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের মধ্য দিয়ে ইউক্রেনে শান্তি সমঝোতা হবে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.