বাংলায় পাওয়া গেল করোনার নতুন ভ্যারিয়েন্ট

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল কেন্দ্রীয় সরকারের কল্যাণীর গবেষণাগার থেকে করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে রাজ্য সরকারকে রিপোর্ট পাঠিয়ে নিশ্চিত করেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে।
কতটা মারাত্মক হতে পারে এই ভ্যারিয়েন্ট সে সম্পর্কে চলছে গবেষণা। সেই সাথে অযথা আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে বিগত কয়েক দিন ধরে রাজ্য  তথা দেশে করোনার গ্রাফ উর্দ্ধমুখি।
গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৬৫৭জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৯৯জন কলকাতার বাসিন্দা।
গত শুক্রবার এক সাক্ষাৎকারে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ নিয়োগী করোনার এই নতুন ভ্যারিয়েন্টের কথা স্বীকার করে নিয়েছেন। রাজ্যবাসীকে করোনা বিধি সহ সতর্কতা মানতে অনুরোধ করেছেন।
স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র গুলোকে সজাগ থাকতে বলা হয়েছে। এই মুহূর্তে হঠাৎই রোগী ভর্তি বেড়ে যাওয়াতে স্বাস্থ্য দফতরের চিন্তার ভাঁজ পড়েছে।
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের কয়েকজন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর।
চিকিৎসকদের মতে অধিকাংশ রোগী বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন। তবুও সতর্কতা অবলম্বন জরুরী বলে জানাচ্ছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.