বাংলাদেশ সেনাবাহিনী একটি দক্ষ বাহিনী হিসেবে প্রশংসিত হয়েছে : সেনাপ্রধান জেনারেল আজিজ

সিলেট ব্যুরোনবগঠিত সিলেট সেনানিবাসকে পূর্ণাঙ্গ সেনানিবাস হিসেবে প্রতিষ্ঠার আরেকটি ধাপ হিসেবে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৫টি ইউনিটের পতাকা উত্তোলনের সময় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‌‘বাংলাদেশ সেনাবাহিনী একটি দক্ষ বাহিনী হিসেবে ইতিমধ্যে প্রশংসিত ও স্বীকৃতি লাভ করেছে। সামরিক শক্তি ও দক্ষতা অনেক বেড়েছে। শান্তি রক্ষা মিশনে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করেছে সেনাবাহিনী।’

সেনাবাহিনীর প্রধান বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবেলা আমরা অঙ্গীকারবদ্ধ।’ তিনি বলেন, ‘সেনাবাহিনী তার ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে এমনই প্রত্যাশা করি।’ যুদ্ধে পদাতিক বাহিনীর ভূমিকাকে অনন্য উল্লেখ করে তিনি বলেন, ‘১৭ পদাতিক ডিভিশনের ৫টি নবগঠিত ইউনিটের নবযাত্রার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ এর বাস্তবায়নের পথে আরেকটি ‘মাইলফলক’ সংযোজিত হলো।’

উপস্থিত সেনাসদস্যদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে সেনাবাহিনী প্রধান সবাইকে ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃংখল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠার নির্দেশ দেন। সেই সঙ্গে পেশাদারিত্বের কাঙ্খিত মান অর্জনের মাধ্যমে আভ্যন্তরীন ও বাহ্যিক যেকোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।

করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি। ১৬১ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইউনিটের পতাকা উত্তোলন করেন জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল মুবিন, ৪২ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এর পতাকা উত্তোলন করেন লে. জেনারেল (অব.) শাহ আতিকুর রহমান, ৬৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর পতাকা উত্তোলন করেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ, ১২৬ ব্রিগেড সিগন্যাল কোম্পানি পতাকা উত্তোলন করেন লে. জেনারেল (অবঃ) আবু সালেহ মোহাম্মদ নাসিম এবং স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি এর পতাকা উত্তোলন করেন লে. জেনারেল (অব.) হারুউর রশীদ।

বেলা সোয়া ১১টায় সেনাবাহিনী প্রধান জালালাবাদ ক্যান্টনমেন্টের ‘এইট সিগন্যাল ব্যাটালিয়ান প্যারেড গ্রাউন্ডে’ পৌঁছলে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ জামান তাকে অভ্যর্থনা জানান। এরপর প্যারেড কমান্ডার মেজর মোহাম্মদ আখনুক বিল্লাহ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন করে এবং সেনাবাহিনী প্রধানকে সালাম প্রদান করে। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাসহ সিলেট সেনানিবাসের সব পদবীর সদস্য উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.