বাংলাদেশ সেনাবাহিনীকে ৫টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিল ভারত

যশোর প্রতিনিধি: বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে ৫টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারী) বিকেলে পেট্রাপোল-বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে এসব কুকুর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর সাভার ক্যান্টনমেন্টে মেজর এনামুল হক বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, উপহারের ৫টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে চেকপোস্ট শূন্যরোখায় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ভারতীয় সেনাবাহিনী তুলে দেয়। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতিকারী শনাক্ত করতে সক্ষম বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১০ নভেম্বর ২০ টি ঘোড়া ও ১০টি কুকুর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দিয়ে ছিল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.